নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরায় লাভলীন বাংলা রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ারের ১২টি ইউনিট।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার ১২ নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলীন রেস্টুরেন্ট ভবনে আগুন লাগে।
এসময় কালো ধোঁয়ার কুণ্ডুলী বের হতে থাকে। পরবর্তীতে বিকট শব্দে বেশ কয়েকটি বিস্ফোরণে ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সর্বশেষ এ রিপোর্ট লেখা পর্যন্ত ১২টি ইউনিট সেখানে কাজ করছে। তবে কী কারণে কীভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হঠাৎ আগুনের ধোঁয়া দেখে ভবনের আশপাশের সবাই নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াদৌড়ি শুরু করে।
এর কয়েক সেকেন্ডের মধ্যে বেশ বিকট শব্দে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ভেতরে কতজন আছেন বা তাদের অবস্থা কী, এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। আগুন লাগা ভবনে বিউটি পার্লার, জিমনেসিয়ামসহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে।
এদিকে দুপুর ২টার সময় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, রেস্টুরেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন ভেতরে তল্লাশী চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.