নরসিংদী প্রতিনিধি : দেশে দুর্বল জনসমর্থনহীন সরকার ক্ষমতায় এলে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এ দেশের অর্থ-সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকের লোলুপ দৃষ্টি। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তি নিশ্চিত করতে মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সীগঞ্জ জেলার কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করবে বিএনপি। এর পক্ষে সমর্থন নেয়ার জন্য নেতাকর্মীদের জনগণের কাছে যাওয়ার তাগিদ দেন তিনি।
তারেক রহমান বলেন, ‘আমাদের সংগ্রাম ছিল ৫ আগস্টের আগে পর্যন্ত। আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারকে সরিয়ে দেয়ার। দল-মতনির্বিশেষে বাংলাদেশের মানুষ সক্ষম হয়েছে স্বৈরাচারকে বিদায় করতে, বাধ্য করেছে পালিয়ে যেতে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও দেশ গড়ার সংগ্রাম। এদেশের মানুষের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া ও অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে। এ সংগ্রামে একমাত্র নেতৃত্ব দিতে পারবে বিএনপি।’
জনগণের সম্পৃক্ততায় স্বৈরাচারী পালিয়েছে তবে দেশের ভেতরে-বাইরে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র থেমে নেই বলে সতর্ক করেন তারেক রহমান।
দেশে যদি একটি দুর্বল জনমর্থনহীন সরকার ক্ষমতায় আসে, তবে অনেকেই এ দেশ থেকে লুটেপুটে নিয়ে যাবে বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এ দেশের অর্থ-সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে অনেকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে অনেকের জন্য সুবিধা হবে। এসব থেকে দেশকে রক্ষা করতে এবং দেশের মানুষকে রক্ষা করতে এমন একটি সরকার প্রয়োজন যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, দেশের কথা চিন্তা করবে। এ রকম কেউ যদি দেশ পরিচালনা দায়িত্ব নেয়, তবে দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে।’
তারেক রহমান আরও বলেন, ‘বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং গণতন্ত্র বলতে যা বোঝায়, নারীদের অধিকার বলতে যা বোঝায়, মানুষের অধিকার বলতে যা বোঝায়, অতীত ঘাঁটলে দেখা যাবে একমাত্র বিএনপি সব সময় তা করেছে।’ দেশ ও মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।
নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের সভাপতিত্বে কর্মশালায় তারেক রহমানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, বিএনপির যুগ্ম্ন মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-ত্রাণবিষয়ক সম্পাদক হালিমা নেওয়াজ আরলি, সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.