খুলনা অফিস: কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়েছিলেন।
বিএনপি মুক্তিযুদ্ধের চেতনা ও আকাঙ্খা ধারণ করে, লালন করে। তিনি শুধু বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি জাতির ক্রান্তিলগ্নে স্বাধীনতার ঘোষণা দিয়ে কিংকর্তব্যবিমূঢ় জাতিকে মুক্তিযুদ্ধের নির্দেশনা দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা। বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় গঠন করেছিলেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অ্যাওয়ার্ড দিয়েছিলেন।
তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের আকাঙ্খা এবং ২০২৪ এর ছাত্র-গণবিপ্লবের আকাঙ্খা এক ও অভিন্ন।স্বাধীনতার পর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের পরিবর্তে আওয়ামী লীগ লুটপাট ও দুর্নীতি এবং গণতন্ত্র হরণের মধ্য দিয়ে চেতনা ও আকাঙ্খাকে নস্যাৎ করেছিল। মুক্তিযুদ্ধের বিজয়ের পর আওয়ামী লীগের কারণেই যুদ্ধের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। জনগণের প্রত্যাশিত মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ সে সময় জাতি হারিয়েছিল। ২০২৪ এ বিপ্লবে ফ্যাসিবাদের অবসানের পর জাতি আবার নতুন করে স্বাধীন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা জেলা শাখার আয়োজনে তেরখাদা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় আজিজুল বারী হেলাল এ কথাগুলি বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল খুলনা জেলা শাখার সহ-সভাপতি আবুল ফজল হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার সভাপতি মোঃ কামরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক এ্যাড: মোরেজুল ইসলাম। বিএনপি নেতা শেখ আজিজুর রহমান আজিবারের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ গাউসুল হক, বোরহান উদ্দিন মোল্যা, জেলা বিএনপি নেতা শেখ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, চৌধুরী কওসার আলী, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ইবাদুল হক রোবায়েত, জেলা স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, একরাম হোসেন জমাদ্দার, সরদার আব্দুল মান্নান, রবিউল হোসেন, মোল্যা আজিজুর রহমান, মোঃ বিল্লাল হোসেন, সাজ্জাদ হোসেন নান্টা, আবুল কালাম লস্কর, শরীফ নাঈমুল হক, মিল্টান মুন্সি, আবু হোসেন বাবু, নাসির শেখ, রবিউল ইসলাম লাখু, এমদাদ হোসেন, খান গিয়াস উদ্দিন, জাহিদ শেখ, উপজেলা যুব দলের আহ্বায়ক মোল্যা হুমায়ুন কবির, মিলু চৌধুরী, সোহাগ মুন্সি, রমিজ শেখ, জামাল বিশ্বাস, রাজু শেখ, আমিন, চৌধুরী মেহেদী হাসান, সাব্বির আহমেদ টগর, রাজু, মুজাহিদ,সাবু মোল্যা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.