নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার কেরানীগঞ্জের চুনকটিয়ায় রুপালী ব্যাংকের শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করেছে ডাকাতরা। ঘটনার খবর পেয়ে পুলিশের পাশাপাশি র্যাব ও সেনা বাহিনীর সদস্যরা আশপাশের এলাকা ঘিরে রেখেছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ব্যাংকে প্রবেশ করে ডাকাতরা। পরে ব্যাংকের কর্মকর্তাদের অস্ত্রে মুখে জিম্মি করে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস ঢাকাটাইমসকে বলেন, খবর পেয়ে র্যাব ঘটনাস্থলে গিয়ে আশপাশের এলাকা ঘিরে রেখেছে। হ্যান্ডমাইকে ডাকাতদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে কিন্তু ভিতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
ধারণা করা হচ্ছে, ভিতরে একাধিক কর্মকর্তাকে জিম্মি রাখা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্তকতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে, যাতে ভেতরে কেউ হতাহত না হন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.