আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় মসজিদের মাইক সেট চুরি করে সেই সেট বিক্রয়ের সময় হাতেনাতে ধরা পড়েছে চোর।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৫টায় দুই চোরকে পুলিশে সোপর্দ করে মসজিদ কমিটির লোকজন।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে ঝিকরগাছা পৌরসভার ৪নং ওয়ার্ড মন্ত্রী পাড়ার বায়তুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ আবু তাহের ফজরের আজান দিতে গিয়ে দেখতে পান মসজিদের দরজার তালা, আয়রন সেফ এর তালা ভাঙা এবং মাইক সেট, ইকো সিস্টেম এবং একটা মাইক্রোফোন চুরি হয়ে গেছে। বিষয়টি নামাজে উপস্থিত সকল মুসুল্লিদের জানানো হলে সবাই বিভিন্ন জায়গায় এ সম্পর্কে খোঁজ খবর নিতে থাকে। মঙ্গলবার আছরের নামাযের পর ঝিকরগাছা বাজারে সোনালী সাউণ্ড নামে একটি মাইকের দোকান থেকে কৃষ্ণনগর ৩নং ওয়ার্ড এর তানিস নামের এক মুসল্লীর কাছে ফোন করে বলা হয় দুইজন কিশোর একটা মাইক সেট বিক্রয়ের জন্য নিয়ে এসেছে। তখন তানিস ঝিকরগাছা থানার কয়েকজন পুলিশ সদস্য এবং স্থানীয় কয়েকজন যুবককে নিয়ে উক্ত দোকানে গিয়ে মাইক সেটটি চুরি যাওয়া মাইক সেট বলে নিশ্চিত করে এবং চোরাই সেট সহ কির্তীপুর গ্রামের তুহিন এর ছেলে জিসান (১৪), এবং কাটাখালের ইমরানের ছেলে জিহাদ (১৫) কে হাতে নাতে আটক করে ঝিকরগাছা থানায় নিয়ে আসে। আটককৃত কিশোররা জানায় তারা ঐ রাতে পিকনিক করে এবং পিকনিক এর টাকা জোগাড় করতে মসজিদের মাইক চুরি করে। জিসান আগে থেকে ঐ মসজিদে গিয়ে সব দেখে আসে এবং রাত ৪টার সময় তারা মসজিদে প্রবেশ করে। এরপর তালা ভেঙে টাকা পয়সা খোঁজ করতে থাকে। পরে মসজিদের আজান দেওয়ার মাইক সেট, ইকো সিস্টেম এবং একটা মাইক্রোফোন নিয়ে পালিয়ে যায়।
সোনালী সাউণ্ড এর প্রোপ্রাইটর উজ্জ্বল হোসেন বলেন আজ দুপুরে তানিস আমাকে মসজিদের মাইক সেট চুরি হয়েছে এবং সে এটা কিনে দেবে বলে আমার সাহায্য চায়। পরে বিকেলে এই ছেলেরা সেট বেচতে আসলে আমি তানিস কে জানালে পুলিশ এসে তাদেরকে আমার দোকান থেকে ধরে নিয়ে যায়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান বলেন, মসজিদের চুরি যাওয়া মাইক সেট সহ দুই কিশোরকে আটক করা হয়েছে। তারা কিশোর গ্যাংয়ের সদস্য হতে পারে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.