খুলনা অফিস: মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করে অনন্য নজির স্থাপন করলেন তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহীদুল্লাহ।
সোমবার উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এ অনন্য নজির স্থাপন করেন।বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ২০০ বীর মুক্তিযোদ্ধা ও ২০০ তাদের পরিবারবর্গদের ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী প্রদান করেন এবং বক্তব্য রাখেন।
এ সময় তিনি বলেন, ১৯৭১ সালে নিজেদের জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছেন। তাঁদের অদম্য সাহস, শৌর্য এবং জাতির প্রতি ভালোবাসা এখনো আমাদের সবার হৃদয়ে স্পন্দিত। তাদের ঋণ কোনো দিন শোধ হবে না। জাতির এসব শ্রেষ্ঠ সন্তানদের জন্য আমরা পেয়েছি লাল সবুজ পতাকা, একটি মানচিত্র।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন।বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আঁখি শেখ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, সমাজসেবা কর্মকর্তা মো: মনিরুজ্জামান, বিএনপি'র সাবেক সভাপতি চৌধুরী কাওসার আলী, জামাতের আমির মাওলানা হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, বোরহান উদ্দিন মোল্লা প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.