নিজস্ব প্রতিবেদকঃ বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় মধ্য দিয়ে যশোরের শার্শায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সূর্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিনের শুভ সুচনা করা হয়।
মুক্তিযুদ্ধে শহীদদের মাজারে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। কাগজপুকুর সৃতিসৌধে পুষ্প্যমাল্য অর্পণ করা হয়। শার্শা উপজেলার কাশিপুরে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিতে সূর্য উঠার সাথে সাথে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা শেখ রাসের মিনি স্টেডিয়ামে উপজেলা পুলিশ প্রশাসনসহ সকল শিক্ষা প্রতিষ্টানের অংশ গ্রহণে কুজকাওয়াজ শরীর চর্চায় সালাম গ্রহন করেন সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
পরে উপজেলা পরিষদ চত্তরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ড. কাজী নাজিব হাসান’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ম-আহবায়ক আবুল হাসান জহির, সদস্য আশরাফুল আলম বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন, শার্শা থানার ওসি আমির আব্বাস, বেনাপোল পোর্ট থানার ওসি রাসেল মিয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, মুক্তিযোদ্ধাগন, মিডিয়াকর্মী ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.