সারাবিশ্ব ডেস্ক : যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে যোগসাজসের অভিযোগে ইরান এক সাংবাদিককে ১০ বছরেরর জেল দিয়েছে। ইরানি বংশোদ্ভুত মার্কিন ওই সাংবাদিকের নাম রেজা ভালিজাদেহ। তেহরানের একটি আদালত শত্রু দেশকে সহযোগিতা করার দায়ে ওই সাংবাদিককে ১০ বছর জেল দিয়েছে । ওই সাংবাদিকের আইনজীবী হোসেন আগাসি সংবাদমাধ্যকে জানিয়েছেন, তেহরান রেভ্যুলশনারি আদালত এক সপ্তাহ আগে এই রায় দেয়। পরবর্তী ২০ দিনের মধ্যে এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। শনিবার (১৪ ডিসেম্বর) বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এ তথ্য জানা যায় । রায় ঘোষণার পর থেকেই তার মক্কেলের সঙ্গে দেখা করতে পারছেন না বলে অভিযোগ করেন আগাসি।
আইনজীবী আগাসি এক্সে দেয়া পোস্টে জানিয়েছেন, রেডিও ফারদাতে কাজ করার অপরাধে রেজা ভালিজাদেহেকে দশ বছরের জেল দেয়া হয়েছে। সেইসঙ্গে তেহরান এবং প্রতিবেশী প্রদেশে বসবাসের ওপর নিষেধাজ্ঞা, দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা ও রাজনৈতিক দলগুলোতে দুই বছরের জন্য সদস্যপদ স্থগিতের মতো শাস্তি দেয়া হয়েছে।
সাংবাদিক রেজা ভালিজাদেহ মার্কিন সরকারের টাকায় চলা ভয়েস অব আমেরিকার ফার্সি ভাষা সংস্করণের সাবেক কর্মী। বর্তমানে তিনি রেডিও ফারদার কর্মী। রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির অধীনে এই সংবাদমাধ্যমটি ইউএস এজেন্সি ফর গ্লোবাল মিডিয়ার তত্ত্বাবধান পরিচালিত। গত মার্চে যুক্তরাষ্ট্র থেকে তেহরানে ফেরেন রেজা ভালিজাদেহ। এর পর ৬ মাস তিনি মুক্ত ছিলেন। গত সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করে ইরানের পুলিশ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.