নিজস্ব প্রতিবেদক : প্রায় দুই সপ্তাহ লন্ডন সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবেন। বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।
বুধবার (১১ ডিসেম্বর) লন্ডন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা দেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করছেন। তাকে লন্ডন হিথ্রো বিমানবন্দর থেকে লন্ডন বিএনপির নেতারা বিদায় জানিয়েছেন। তিনি সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছাবেন।
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেছেন, দেশে ফিরে বিকাল ৩টায় নয়াপল্টনে দলের যৌথসভায় যোগ দেবেন মহাসচিব।
গত ৩০শে নভেম্বর ১০ দিনের সফরে সস্ত্রীক লন্ডনে যান মির্জা ফখরুল। সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.