জেলার খবর, নীলফামারী, রংপুর বিভাগ | তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 251 বার
মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্থবায়নের লক্ষ্যে অভ্যুত্থানের শক্তি, আহত ও শহীদ পরিবারের সাথে তরুণ নাগরিকদের সমন্বয় গঠিত জাতীয় নাগরিক কমিটির মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪:৩০ টায় নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদ হলরুমে জাতীয় নাগরিক কমিটি আয়োজিত মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
জুলাই-আগষ্টের নিহত শহীদদের প্রতি এক মিনিট নিরবতা পালন করে মতবিনিময় সভা শুরু হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার ছাত্র প্রতিনিধি জাফর হোসেন জাকিরের সঞ্চালনায় বক্তব রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক আতিক মুজাহিদ, সংগঠক আবু সাঈদ লিয়ন, সদস্য সাদিয়া ফারজানা দিনা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলোনের কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক রেদওয়ান আহমেদ, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি রাশেদুজ্জামান রাশেদ, জিয়ারুল ইসলাম জিয়া, নাগরিক প্রতিনিধি মসাহেদুল আলম মানিক, গীতিকবি মো. সাদেকুল ইসলাম প্রমূখ।