আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী অঞ্চলে রপ্তানিমুখী ফুল উৎপাদনে ফুলচাষিদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছেন লাল তীর সীড লিমিটেডের পরিচালক। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার পানিসারায় অবস্থিত বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাল তীর সীড লিমিটেডের পরিচালক তাজোয়ার মোহাম্মদ আউয়াল। তিনি বলেন এ অঞ্চলে লিলিয়াম, জারবেরা, গোলাপসহ বিভিন্ন রকম রপ্তানিমুখী ফুল উৎপাদনের জন্য ফুলপ্ল্যান্ট করার ইচ্ছা আছে। যেখানে টিস্যু কালচারের মাধ্যমে বীজ-চারা উৎপাদনে কৃষকের উপকার হবে। লাল তীর সীড কৃষি ও কৃষকের কল্যাণে কাজ করছে, আগামীতেও করবে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ফুল উৎপাদক ও বিপণন সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমদ, লাল তীর সীড লিমিটেডের ডিভিশন ম্যানেজার মো. জুন্নুর রহমান, রিজিওনাল ম্যানেজার মো. আরিফ মাহমুদ, কৃষাণী নাসরিন নাহার আশা প্রমুখ। অনুষ্ঠানে এলাকার শতাধিক কৃষাণ কৃষাণী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রধান অতিথি তাজোয়ার মোহাম্মদ আউয়াল এলাকার বিভিন্ন ফুলক্ষেত পরিদর্শন করেন ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.