আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোর বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা উপজেলার গদখালি মঠবাড়ি নামক এলাকায় বেনাপোল টু ঢাকাগামী পলাশ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা কবলিত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় পলাশ পরিবহনের ঢাকা মেট্রো-গ- ১৫-২৯৩৭ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ঢাকাগামী দ্রুত গতির বাসটি একটি ট্রাককে পাশ কাটিয়ে আগে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের এক পাশে উল্টে যায়। এই ঘটনায় ট্রাকের ড্রাইভার, বাসের হেলপার সহ ১০/১২ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় লোকজন আহতদেরকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। আহতদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা যায়।
ঝিকরগাছা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নয়ন বাবু বলেন, গাড়ি দুর্ঘটনার খবর শুনে আমাদের একটি টিম সাথে সাথে ঘটনাস্থলে হাজির হয় এবং দুর্ঘটনা কবলিত বাসের মধ্যে আটকে পড়া বাসের হেলপারকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত দুর্ঘটনা কবলিত বাসটি নাভারন হাইওয়ে পুলিশ নিজেদের জিম্মায় নিয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.