নড়াইল প্রতিনিধি: গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে নড়াইলে মানববন্ধন হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মেহেদী হাসান সবুজ, সাংগঠনিক সম্পাদক রুবায়েত তুরশেদ সাথীল, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফ হাসান, সদস্য সচিব হামিদুল হক তনু প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে দেশে থেকে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৫ বছরে প্রায় তিন হাজার জন বিএনপির নেতাকর্মীদের হত্যা করেছে। ৭০০ জনের বেশি বিএনপির নেতাকর্মীদের গুম করেছে। ইলিয়াস আলী, চৌধুরী নূরে আলমসহ গুম হওয়া নেতাকর্মীদের ফেরত চাই, সেইসাথে সকল খুনের বিচার চেয়ে অন্তবর্তী সরকারের কাছে শেখ হাসিনার ফাঁসির দাবি জানান তারা।
এ মানববন্ধনে সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুন গাজী, সদস্য সচিব নাহিদ হাসান পিয়ারসহ ছাত্রদলের সর্বস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.