আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা" এই স্লোগানকে সামনে রেখে সোমবার (৯ডিসেম্বর) সকাল ৯ টায় উপজেলা পরিষদে মুক্তমঞ্চে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ পালিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা অন্যের কাছ থেকে সততা আশা করি কিন্তু আমরা নিজেরা কতটা সৎ সেটা কখনো চিন্তা করি না। ব্যক্তি যতক্ষণ না সচেতন হবে, ততক্ষণ আমরা প্রাতিষ্ঠানিকভাবে যতই দুর্নীতি প্রতিরোধের কথা বলি না কেন, সেটা সফল হবে বলে আমি মনে করি না। আমরা চাই একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে উঠুক।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান বলেন, অভিযোগ, মামলা, পুলিশ ক্লিয়ারেন্স কোন বাড়তি সুযোগ-সুবিধা ছাড়া আমরা সেবা দেওয়ার চেষ্টা করি। আমরা যে যেখানে আছি, আমরা নিজেরা দুর্নীতি করব না এবং কাউকে করার সুযোগ দেব না। সবার সেবা সহযোগিতা নিয়ে ঝিকরগাছাকে দুর্নীতি মুক্ত রাখতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক নাভিদ সারওয়ার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান মোঃ জাহাঙ্গীর হুসাইন মিঞা, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল, মাদরাসার ছাত্র-ছাত্রীসহ আর অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.