নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে কৈশোর বান্ধব স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং ইউনিসেফ এর সহযোগিতায় নড়াইল চিত্রা রিসোর্টের কনফারেন্স রুমে সারাদিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নড়াইলে সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক (ডিজি) ডাঃ মনজুরুল মুরশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, কৈশোর বান্ধব নড়াইল এর উদ্ভাবন ফরিদপুর জেলার সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন, ইউনিসেফর খুলনা বিভাগীয় প্রধান কাউসার হোসাইন, স্বাস্থ্য অধিদপ্তর ঢাকার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডাক্তার বদরুল হাসান, স্বাস্থ্য অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক ডাক্তার অর্পনা বিশ্বাস, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পরিবার অধিদপ্তরের উপ-পরিচালক ডাক্তার আলিফ নুর, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস, জেলা সাংবাদিক ইউনিটি'র সভাপতি মোঃ জিয়াউর রহমান (জামী), নড়াইল সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, লোহাগড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত পিন্টু, কালিয়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলার উপ-পরিচালক মিজানুর রহমান, ডাক্তার শুভাশীষ বিশ্বাস, ডাক্তার বাপ্পি, ডাক্তার সুব্রত বাগচী, ডাক্তার আলিমুজ্জামান সেতু, ব্রাকের নড়াইল জেলা কর্মকর্তা জাহিদুল ইসলামসহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি প্রতিনিধি, চিকিৎসকগণ, সরকারি বেসরকারি দপ্তরের দপ্তরের প্রধান গনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.