নিজস্ব প্রতিবেদক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো তারা আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে বাংলাদেশের মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে। তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না। একটা চোরের দল (আওয়ামী লীগ) যারা লুটপাট করেছে, চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে- বাংলাদেশে তাদের সঙ্গে তারা বন্ধুত্ব করতে গিয়েছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশি চেতনার জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট। কিন্তু আমরা একটা স্বাধীনচেতা জাতি। আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কি জানেন? যেটা ভারত-আমেরিকার কারও নেই। আমাদের দেশে একটা দুর্ধর্ষ সাহসী তরুণ সমাজ আছে। ‘পুলিশ বলেছিল একটা গুলি করি একটা যায়, বাকিরা যায় না’- এ কথা আমি কবরে যাওয়ার আগে পর্যন্ত মনে রাখব। এ রকম জাত দুনিয়াতে নেই। মুক্তিযুদ্ধের সময়ও ছাত্ররা আমার সঙ্গে যুদ্ধ করেছে, আমি দেখেছি। কিন্তু এবারের ছাত্ররা যা দেখিয়েছে তা অকল্পনীয়। এরাই আমাদের গর্ব। ভারত কেন আমেরিকা এসেও আমাদের দেশ দখল করতে পারবে না।
তিনি বলেন, জুলাই-আগস্টের যে বিপ্লব সেটা সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে। হেলিকপ্টার থেকে গুলি করে যখন মানুষ মারে তখন আমরা নিরস্ত্র কি করতে পারতাম। কিন্তু যখন সীমা লঙ্ঘন করে, আমাদের ধর্মে আছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কখনো মাফ করে না। শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে তাই আজ তাদের সবাইকে পালাতে হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.