নিজস্ব প্রতিবেদকঃ বেনাপোলে যানজট নিরসনে এক বছর আগে উদ্বোধন হওয়া বাস টার্মিনালটি চালুর দাবিতে মানববন্ধন করেছেন এলাকার বাসিন্দারা।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসী বলেন, যানজট নিরসনে এক বছর আগে টার্মিনালটি উদ্বোধন করা হলেও কুূচক্রী একটি মহলের কারণে এটি ব্যবহার করা হচ্ছে না। পরিবহন ব্যবসার সাথে সম্পৃক্ত কতিপয় মানুষ যারা লাগেজ ব্যবসা করেন তারাই মূলত সীমান্ত এলাকায় বাসগুলো নিয়ে যাওয়ার কাজ করে যাচ্ছেন।
স্থানীয়রা বলছেন, কাগজপুকুর এলাকায় টার্মিনালটি চালু হলে বেনাপোলে যানজট থাকবে না। তারা অবিলম্বে উপদেষ্টার নির্দেশনা মেনে টার্মিনাল চালুর দাবি জানান।
শুক্রবার সকাল ১০ টার দিকে বাস টার্মিনাল এলাকায় জনগণের স্বতঃস্ফূর্ত মানববন্ধন হয়।
বেনাপোলের সাধারণ মানুষ, বেনাপোল পৌরবাসী ও বৈষম্যবিরোধী ছাত্র- জনতা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন বেনাপোল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিরুল ইসলাম, বেনাপোল হাইস্কুলের সাবেক শিক্ষক আব্দুল মান্নান, সিঅ্যান্ডএফ ব্যবসায়ী হাফিজুর রহমান, শ্রমিক নেতা ইয়াকুব আলী প্রমুখ।
বক্তারা বলেন, বেনাপোল বন্দরনগরীকে যানজট মুক্ত রাখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সব বাস পৌর টার্মিনালে রাখতে হবে। ব্যবসা- বাণিজ্যের সুবিধার্থে বেনাপোল বন্দর ও চেকপোস্ট থেকে পণ্যবাহী ট্রাক যাতে পণ্য নিয়ে যানজট ছাড়াই বেনাপোল থেকে বেরিয়ে যেতে পেরে তার ব্যবস্থা করতে হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.