স্বপন বিশ্বাস মাগুরাঃ কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরা সদর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে রবি ও ২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো ধান (হাইব্রীড)-এর বীজ বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরা সদর এর বাস্তবায়নে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, সহকারী কৃষি অফিসার আমিনুল, মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক ফারুক আহমেদ, মাগুরা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আলী আশরাফ সহ প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান বলেন, কৃষক কে ধানের বীজ বিতরণ একটা উৎসাহ মূলক কাজ। তিনি সদর উপজেলার সমস্ত কৃষকদেরকে অধিক ফলনের জন্য হাইব্রিড ধানের বীজ জমিতে ব্যবহার করে ধান উৎপাদনের আহবান জানান। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির বলেন, মাগুরা সদর উপজেলার পৌরসভার ৯ ওয়ার্ড ও ১৩ ইউনিয়নের ২৬৩০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হচ্ছে। এসএল ৮ এইচ সুপার হাইব্রিড (এফ১) ধানবীজ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এবং এসএল এগ্রিটেক কর্পোরেশন (ফিলিপাইন) এর হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.