সারাবিশ্ব ডেস্ক : ভুয়া পাসপোর্ট ব্যবহার করে বসবাস করার অভিযোগে কলকাতা পুলিশ এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। শুক্রবার কলকাতার মারকুইস স্ট্রিটের একটি হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে কলকাতা পুলিশ বিএনপির সাবেক নেতা হিসেবে চিহ্নিত করেছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি সেলিম মন্ডল নামে পরিচিত হলেও তিনি ‘রবি শর্মা’ নামে একটি ভুয়া ইন্ডিয়ান পাসপোর্ট এবং ভারতীয় ভুয়া আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড তৈরি করেছিলেন।
পার্ক স্ট্রিট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং সমস্ত ভুয়া নথিপত্র পুলিশ জব্দ করেছে। সেলিম মন্ডলের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইন ও প্রতারণা সংক্রান্ত ধারায় মামলা করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সেলিম মন্ডল বিভিন্ন রাজ্যে বসবাস করার পর কয়েক মাস আগে কলকাতায় আসেন এবং মারকুইস স্ট্রিটের একটি হোটেলে কাজ করছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সেলিম মন্ডল (যিনি রবি শর্মা নামেও পরিচিত) স্বীকার করেছেন যে তিনি বাংলাদেশের মাদারীপুর জেলার বিএনপি নেতা। দুই বছর আগে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের হাত থেকে প্রাণে বাঁচতে পশ্চিমবঙ্গে পালিয়ে আসেন।
পুলিশ জানিয়েছে, এখন তারা তদন্ত করছে কোথায় এবং কীভাবে তিনি এই জাল পাসপোর্ট ও আধার কার্ড তৈরি করেছেন, তিনি গত দুই বছরে কোথায় কোথায় ছিলেন এবং এই পরিচয় তৈরিতে কে বা কারা তাকে সাহায্য করেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.