নড়াইল জেলা প্রতিনিধিঃ নড়াইলে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন পরিবেশবান্ধব অটো কসাইখানা দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নড়াইল শহরবাসী।
বুধবার দুপুরে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নড়াইল শহরবাসীর আয়োজনে এক বিশাল মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, নড়াইল শহরের চৌরাস্তার পুরন বাজারের পাশে ৮ কোটি টাকা ব্যয়ে পরিবেশ বান্ধব অটো কসাইখানা নির্মিত হচ্ছে যা নড়াইল বাসির জন্য একটি আনন্দের ব্যাপার। কারণ আগে যত্র পশু জবাই হতো পরিবেশকে দূষিত করত। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল পতিত হাসিনা সরকারের এজেন্ট এই উন্নয়নমূলক নির্মাণ কাজ যাতে না হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা হুশিয়ার করে বলতে চাই আপনাদের এই এজেন্ডা কখনো আমরা বাস্তবায়ন করতে দেব না।
নড়াইল জেলা প্রশাসকের কাছে আমাদের একটাই দাবি আজকের মধ্যেই কাজ শুরুর নির্দেশ দেন এবং যেখানে এই কসাইখানার কাজ শুরু হয়েছে সেখানেই বাস্তবায়ন করবেন। অন্যথায় আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দিব। এই মানববন্ধনে রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.