খুলনা অফিস: খুলনার তেরখাদা উপজেলার শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা দাখিল মাদরাসার ৪র্থ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠা শিক্ষক মোঃ আলাউদ্দিন শিকদার’কে স্থায়ী ভাবে চাকুরিচ্যুত ও দৃষ্টান্তমূলক শান্তির দাবী উঠেছে।
মঙ্গলবার দুপুরে মাদরাসা চত্তরে ও শেখপুরা বাজারের প্রধান সড়কে ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ ও এলাকাবাসী নারী ধর্ষনকারী, ছাত্রী নিপিড়ক, বাল্য বিবাহের হোতা মোঃ আলাউদ্দিন শিকদারের চাকরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
এসময় স্থানীয়রাও একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে। মানবন্ধনে বক্তারা জানান, সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে আমরা অত্যান্ত উদ্বিগ্ন ও শঙ্কিত। পূর্বেও ওই শিক্ষক একাধিক ছাত্রীকে যৌন হয়রানি এবং মাদরাসার এক ছাত্রীকে বিয়ে করে তালাক দেওয়ার অভিযোগ রয়েছে। মাদরাসার পুরুষ শিক্ষক যখন একজন শিক্ষার্থীকে যৌন হয়রানি করে সেখানে অন্যান্য ছাত্রীরাও নিরাপদ না। এমন চরিত্রহীন শিক্ষককে অতিদ্রæত চাকরীচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উপজেলার আজগড়া ইউনিয়নের শেখপুরা খড়বড়িয়া খাদিজাতুল কুবরা (রা) মহিলা দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ক্লাস নেওয়ার সময় বেঞ্চের নিচ দিয়ে ছাত্রীর শরীর স্পর্শ সহ নানাভাবে যৌন হয়রানির অভিযোগ ওঠে ওই শিক্ষকের বিরুদ্ধে। ভুক্তভুগি শিক্ষার্থী মাদরাসা থেকে বাড়ি ফিরে কান্নাকাটি করলে তার মা কারন জিজ্ঞাসা করলে সে ঘটনার কথা খুলে বলে।
এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে তেরখাদা থানায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। মামলায় অভিযুক্ত শিক্ষককে থানা পুলিশ গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.