সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় - পদ্মবিলা রেলওয়ে জংশনের নাম পরিবর্তন করে (রাধানগর) জংশন করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার ২৬ নভেম্বর বিকেলে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামে নব নির্মিত জংশন প্রাঙ্গনে সচেতন এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাধানগর আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মাওলানা তবিবুর রহমান, হামিদপুর আলহেরা ডিগ্রি কলেজের অধ্যাপক আশরাফ আলী, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমন হোসেন, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি হাফেজ মোঃ আনিছুর রহমান বিপ্লব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বাঘারপাড়া উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য জিল্লুর রহমান, মাহমুদুর রহমান (সবুজ), শহিদুল ইসলাম বুলবুল, শাহিনুর রহমান, আমিরুল ইসলাম বুলু প্রমূখ।
মানববন্ধন থেকে দাবি করা হয়, যশোর সদর উপজেলার পদ্মবিলা গ্রাম আর রাধানগর গ্রামের অবস্থান বাঘারপাড়া উপজেলার মধ্যে। এই দুই গ্রামের মাঝখানে দুরত্ব প্রায় ৪ কিলোমিটার। ঢাকা-যশোর রুটের রেলওয়ে এই জংশন মুলত রাধানগর গ্রামের মধ্যে নির্মিত হলেও নাম করণ করা হয়েছে পদ্মবিলা নামে। যে কারণে এই নাম পরিবর্তনের দাবি করেছে এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.