খুলনা অফিস: জুয়ার আসরে ৫২টি অর্থাৎ এক বান্ডিল তাস নিয়ে চলছিল খেলা। খেলার বোর্ডেই জড়ো হয়েছে ৩৬০ টাকা। এ সময় হঠাৎ উপস্থিত পুলিশ। সঙ্গে সঙ্গে ভেঙে যায় খেলা। গ্রেফতার করা হয় ৪ জনকে।
জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীও এস আই মেহেদী হাসান ও এ এস আই তরুণ কুমার মন্ডল সহ পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে রবিবার উপজেলার নয়া বারসাত এলাকার আশরাফের মাছের ঘেরের ঘর থেকে জুয়া খেলার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
তাদের কাছ থেকে ৫২ পিস তাস ও নগদ হাজার ৩৬০ টাকা জব্দ করা হয়েছে। গ্রেপ্তাররা হলেন- মো: জুবায়ের মোল্লা, মো: জসিম শেখ, আব্দুল কাদের মোল্লা ও মেজবাউদ্দিন শেখ।তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:মেহেদী হাসান বলেন, গ্রেপ্তারদের নামে মামলা হয়েছে। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.