গ্রামের সংবাদ ডেস্ক : বাংলাদেশের অতি পরিচিত একটি ফল পানিফল। বাজার ছাড়াও অলিগলি, রাস্তার মোড়- সবখানেই পাওয়া যায় এই ফল। দামেও বেশ সস্তা। ক্যালশিয়াম, পটাশিয়াম, আয়রন, ভিটামিন বি১২, ভিটামিন সি সমৃদ্ধ এই ফলের রয়েছে নানা স্বাস্থ্যগুণ, যা জানলে অবাক হবেন যে কেউ।
এই ফলের নাম দিয়েই বোঝা যাচ্ছে এতে পানির পরিমাণ ঠিক কতটা। পানির ঘাটতি মেটাতে পানিফলের জুড়ি মেলা ভার। চলুন তবে জেনে আসি কী কী স্বাস্থ্যগুণ রয়েছে পানিফলের।
রক্তচাপ নিয়ন্ত্রণ
উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এমন রোগীর সংখ্যা কম নয়। পানিফল রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে। এই ফলে থাকা পটাশিয়াম রক্তচাপের মাত্রা বাড়তে দেয় না। সব সময়ে বিপদসীমার বাইরে রাখারই চেষ্টা করে। তাই উচ্চ রক্তচাপ থাকলে নির্ভয়ে খেতে পারেন এই ফল। মিলবে দারুণ উপকার।
হজমের গোলমাল কমায়
শীতকালে বেশি বাইরের খাবার খাওয়ার কারণে হজমের সমস্যা লেগেই থাকে। হজমসংক্রান্ত যে কোনো সমস্যার চটজলদি সমাধান লুকিয়ে রয়েছে পানিফলে। শরীরে পানির ঘাটতি তৈরি হলে হজমের সমস্যা দেখা দিতে পারে।
পানিফল পানির ঘাটতি পূরণ করে শরীর সুস্থ রাখতে সহায়তা করা। হজমের সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন খেতে পারেন পানিফল।
ওজন কমায়
পানিফলে থাকা স্বাস্থ্যকর কিছু উপাদান শরীরের যাবতীয় টক্সিন বাইরে বের করে দিতে সাহায্য করে। ফলে মেদ জমার কোনো সুযোগ থাকে না। ওজনও থাকে হাতের মুঠোয়। এছাড়া এই ফলে থাকা পানি হজমের গোলমাল হতে দেয় না। পরিপাকক্রিয়া উন্নত করে। হজম ঠিক ঠাক হলে মোটা হয়ে যাওয়ার কোনো ভয় নেই।
অনিদ্রা দূর করে
সারা রাত বিছানায় এপাশ-ওপাশ করেও ঘুম আসতে চায় না। অনিদ্রা নিয়ে ভুগছেন অনেকেই। নানা ভাবে চেষ্টা করেও অনিদ্রার সমস্যা কিছুতেই যেতে চায় না। অনেকেই হয়তো জানেন না পানিফল খেলে সহজেই ঘুম আসতে পারে। তাই এই শীতের রাত জেগে না কাটাতে চাইলে পানিফল খেতে পারেন। মিলবে উপকার।
লিভার ভালো রাখে
লিভার হলো শরীরের অত্যন্ত প্রয়োজনীয় একটি অঙ্গ। লিভার ভালো থাকলে শরীরের সব ক্রিয়াকলাপ স্বাভাবিক থাকবে। মৌসুমি যে ফলগুলো লিভার ভালো রাখতে সহায়তা করে, তার মধ্যে পানিফল অন্যতম। এই ফলে থাকা পানি লিভারে কোনো সংক্রমণ হতে দেয় না।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.