নিজস্ব প্রতিনিধিঃ যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রায় ৩০ বছর ধরে এস এম হাবিবুর রহমানের অবৈধ জবর দখলে থাকা সরকারি ১২ বিঘা (৪ একর) জমি উদ্ধার করেছে প্রশাসন।
বুধবার (২০ নভেম্বর) সহকারী কমিশনার তাসমিন জাহানের (ভূমি) নেতৃত্বে চৌগাছা উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি উদ্ধার করা হয়।
বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে অবৈধ দখলে থাকা ওই জমি উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু এই ১২ বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে এস এম হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে জবর দখল করেছেন বলে অভিযোগ। আবার কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেওয়ার অভিযোগও রয়েছে। সেগুলো চিহ্নিত করে সরকারের দখলে নেওয়ার দাবি উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার আরএস খতিয়ান ১ এর পুকুর ও পুকুর পাড় শ্রেণির আরএস দাগ ২৪১৯, জমির পরিমাণ ২ দশমিক ৬৪ ও আরএএস দাগ ২৪২০, জমির পরিমাণ এক দশমিক ২৫ একর সরকারি সম্পত্তি। ওই জমি ৩০ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান।
এ বিষয়ে চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ৩০ বছর ধরে জমিটি অবৈধ দখলে ছিল। জমিটি অবৈধ দখলমুক্ত করে লাল নিশানা টাঙিয়ে দিয়েছি। জমিটিতে সরকারি মালিকানা সাইনবোর্ড টাঙানো হয়েছে।
যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রায় ৩০ বছর ধরে এস এম হাবিবুর রহমানের অবৈধ জবর দখলে থাকা সরকারি ১২ বিঘা (৪ একর) জমি উদ্ধার করেছে প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.