সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) থেকে ঃ
যশোরের বাঘারপাড়া উপজেলার রাবেয়া খাতুন পেলেন (মুজিববর্ষের সেরা উপহার) বাংলাদেশ পুলিশের নেওয়া উদ্যোগে গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন একটি ঘর। মুজিব বর্ষ উপলক্ষে, দেশের প্রতিটি থানায় একটি গৃহহীন পরিবারের জন্য ঘর নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পুলিশ। পাশাপাশি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক স্থাপনের উদ্যোগও নেওয়া হয় বলে জানা গেছে।
গতকাল ১০ই এপ্রিল (রবিবার) বাংলাদেশ পুলিশের উদ্যেগে (গৃহহীনদের জন্য) নির্মিত দেশের প্রতিটি ঘর এক যোগে উদ্ভোধন ও নির্মানাধিন গরের চাবি হস্তান্তর করা হয়েছে এদিন গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন অন্তত ৪০০ জন গৃহহীন পরিবারের হাতে এই ঘরের চাবি তুলে দেওয়া হয়। উপহার পাওয়া রাবেয়া খাতুন, বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের আন্দোলপোতা গ্রামের মৃত আব্দুস সাত্তারের স্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজারবাগ প্রান্তে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন । চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস, পীরগঞ্জ থানা এবং মাগুরা সদর থানা সরাসরি অনুষ্ঠানে যুক্ত হয়। এছাড়া বাংলাদেশ পুলিশের সকল থানা ও সকল পুলিশ লাইন প্রান্ত ওয়ানওয়ে সংযুক্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.