আনোয়ার হোসেন নিজস্ব প্রতিনিধিঃ বেনাপোল স্থলবন্দর দিয়ে শুল্ককর প্রত্যাহার করে নেওয়ায় পর ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। দুই বছর পর গতকালসোমবার সকালে ভারত থেকে তিনটি ট্রাকে চালের প্রথম চালান চাল এসেছে বেনাপোল স্থলবন্দরে।
বেনাপোল স্থলবন্দর শুল্ক ভবনের কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের জানান, আমদানিকারক প্রতিষ্ঠান মাহবুবুল আলম ফুড প্রডাক্টের গত শনিবার ১০৫ মেট্রিক টন, গত রবিবার একই প্রতিষ্ঠানের ১০৫ মেট্রিক টন এবং অর্ক ট্রেডিংয়ের ১০০ মেট্রিক টন চালের গেট পাস করা হয়। এই ৩১০ মেট্রিক টন চালের মধ্যে গতকাল সোমবার বেলা ১১টার দিকে আরও একটি চালানের ১০৫ মেট্রিক টন চাল বেনাপোল স্হল বন্দরে এসেছে।
গত রবিবার খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লুৎফর রহমান সাক্ষরিত এক পত্রে বেসরকারি ভাবে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে ৯২টি আমদানিকারক প্রতিষ্ঠানকে। ভারত থেকে দুই লাখ ৭৩ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল এবং এক লাখ ১৯ হাজার মেট্রিক টন আতপ চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। সবাই চাল আমদানি করতে পারবেন কিনা তাতে সন্দেহ ব্যবসায়ীদের। কারণ আগামী ১০ই ডিসেম্বরের মধ্যে এই চাল আমদানি করে বাজারজাত করতে হবে।
বেনাপোল স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী হেমন্ত কুমার সরকার জানান, ২০২৩ সালের ২০শে জুলাই থেকে দেশের বাইরে সিদ্ধ ও আতপ চাল রফতানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত সরকার। তার আগে ২০২২ সালের নভেম্বর থেকে এই বন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ ছিল। সেই সময় চাল আমদানি নিরুৎসাহিত করতে চালের ওপর ৬২ শতাংশ শুল্ককর আরোপ করা হয়। এরপর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আর চাল আমদানি হয়নি।
বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) কাজী রতন জানায়, গতকাল সোমবার বেলা ১১টার সময় বেনাপোল স্হলবন্দরে ১০৫ মেট্রিক টনের (৩ ট্রাক) একটি চালান প্রবেশ করেছে। কাস্টমস থেকে শুল্কায়নের পর দ্রুত ছাড় দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.