রাসেল আহমেদ, খুলনা অফিস: মাদক, সন্ত্রাসী ও ইভটিজারের জায়গা তেরখাদায় স্থান হবেনা। অপরাধীদেরকে তেরখাদা ছাড়তে হবে।
সুন্দর ও আধুনিক তেরখাদা উপহার দিতে কাজ করতে এসেছি। চুরি, ডাকাতি ছিনতাই প্রতিরোধে তেরখাদা থানা পুলিশের টিম কঠোর অবস্থানে। তাই বিভিন্ন ধরণের অপরাধীদের বিষয়ে তথ্য দিতে গ্রাম পুলিশ সদস্যদের অনুরোধ জানিয়েছেন তেরখাদা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদি হাসান।
রবিবার (১৮ নভেম্বর) সকালে থানা চত্বরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক খাজিরা ও বিনিময় অনুষ্ঠানে থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি এসব কথা বলেন। এসময় ব্যক্তিগত কর্মদক্ষতা মুল্যায়নের জন্য দুজন গ্রাম পুলিশকে ভালো কাজের জন্য সম্মাননা ও নগদ অর্থ প্রদান করেন থানার ওসি মোঃ মেহেদী হাসান।তিনি বলেন, তেরখাদায় চুরি, ডাকাতি নিয়ন্ত্রণের জন্য থানা পুলিশের টিম গভীর রাতে পুলিশ টহল জোরদার রেখেছে। বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে সোচ্ছার হতে হবে গ্রাম পুলিশ সদস্যদেরকে। অপরাধীদের দেখলেই তেরখাদা থানা পুলিশকে অবহিত করতে হবে। কাউকে আমরা ছাড়, দিবোনা।
মতবিনিময়ে ওয়ার্ড ভিত্তিক জুয়া, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, নিয়মিত মামলার আসামি গ্রেফতারের বিষয়ে আলোচনা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.