মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ ডিমলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। এরমধ্যে সাতজনকে গুরুতর জখমী অবস্থায় ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। চারজনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
আহতরা হলেন নীলফামারী জেলার ডিমলা উপজেলার ঝুনা গাছ চাপানি ইউনিয়নের ছাতুনামা গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী হাসিনা বেগম (৪৮), বেলাল হোসেনের স্ত্রী শিল্পী বেগম (২৭), জয়নল আবেদীনের স্ত্রী সেবি বেগম (৩৫), ইয়াকুব আলীর পুত্র বেলাল হোসেন (৩২), আবেদ আলীর স্ত্রী মোমেনা বেগম(৪৫), জামিয়ার এর স্ত্রী রত্না বেগম (২৫), রফিকুলের স্ত্রী নুরবানু (২৭), এদের মধ্যে হাসিনা বেগম, শিল্পী বেগম, সেবি বেগম ও বেলাল হোসেনের অবস্থা আশংকা জনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
জানা গেছে, নীলফামারির জেলার ডিমলা উপজেলার ঝুনা গাছ চাপানী ইউনিয়নের ছাতুনামা গ্রামের সাঁতারু মামুদের পুত্র ইয়াকুব আলীর সহিত প্রতিপক্ষ একই ইউনিয়নের উত্তর সোনাখলি গ্রামের গ্রামের মৃত্যু মতুজ আলীর পুত্র অলিয়ার রহমান (৫১) এর সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে রবিবার (১৭ নভেম্বর) সকালে অলিয়ার রহমান ৫০ থেকে ৬০ জনে দল দেশীয় অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হইয়া ইয়াকুব আলীর প্রায় এক একর জমির পাকা কাটা ধান নিয়ে যাওয়ার সময় ইয়াকুব আলীর লোকজন বাধা প্রদান করলে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ হামলায় ইয়াকুব আলীর দলের পুরুষ মহিলা মিলে আহত হয় ১০ জন।
এ ব্যাপারে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগের বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত স্বাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.