শালিখা (মাগুরা) প্রতিনিধিঃ মাগুরার শালিখা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২১-২২ অর্থবছরে খরিপ-১/২০২২-২৩ মৌসুমে উফশী আউশ প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী মাগুরার উপপরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আ্যাড. মোঃ কামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান, খামারবাড়ী মাগুরার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেন প্রমুখ। উপজেলায় ১৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ০৫ কেজি উকশী আউশ ধানের বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.