আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশের একটি মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে আগুনে ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১১টার দিকে উত্তর প্রদেশের ঝাঁসি জেলার মহারানী লক্ষ্মী বাই মেডিকেল কলেজের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সংবাদ মাধ্যম এনডি টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
নিহত শিশুদের পরিবারের সদস্যদের কান্নায় হাসপাতালের পরিবেশ ভারি হয়ে ওঠেছে।
হাসপাতালের প্রধান তত্বাবধায়ক শচীন মহর বলেছেন, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ৫৪ জন শিশু ছিল। ভয়াবহ আগুনের ফলে অনেক শিশু এখনো ভেতরে আটকা পড়ে আছে। দমকল বাহিনীর কর্মীদের আপ্রাণ চেষ্টায় আটকে পড়া অধিকাংশ শিশুকে উদ্ধার করা গেলেও ১০ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আহত শিশুদের নিকটস্থ অপর একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ অগ্নিকান্ডের খোঁজ খবর নিয়েছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহত শিশুদের উন্নত চিকিৎসা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
ঝাঁসির বিভাগীয় কমিশনার ও পুলিশ রেঞ্জের উপ-পরিদর্শক জেনারেলকে ১২ ঘণ্টার মধ্যে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.