নিজস্ব প্রতিবেদকঃ খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ হারুনুর রশিদের বাড়ি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার ভোরে যৌথ বাহিনী ওই অভিযান পরিচালনা করে। অভিযানে ছিল পুলিশ ও সেনাবাহিনী। নগরের রূপসা স্ট্যান্ড রোডে শেখ হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির চতুর্থ তলা থেকে একটি রাইফেল, রাইফেলের ১৩টি গুলি, রাইফেলের গুলির চারটি খোসা, একটি রিভলবার, রিভলবারের ২০টি গুলি, দুটি রাইফেলের গুলির চার্জার, একটি পিস্তলের কভার, একটি রাইফেলের কভার ও ২৫০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় বাড়িতে কাউকে পাওয়া যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনির উল গিয়াস প্রথম আলোকে বলেন, অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় সোমবার দুপুরেই একটি মামলা হয়েছে। সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজওয়ান ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় শুধু শেখ হারুনুর রশিদকে আসামি করা হয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.