সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় দুই ব্যবসায়ীকে (সম্মোহন) বুদ্ধি লোপ করে ৫৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক। এদের মধ্যে একজন মহিরণ ব্র্যাক মোড়ে অপরজন ঘুনি ঘোষনার বাজারে নিজ দোকানে এই প্রতারণার শিকার হন।
ভুক্তভোগী ব্যবসায়ী শফিয়ার রহমান জানান, মঙ্গলবার দুপুরে দোকানে বসে থাকা অবস্থায় সাদা প্রাইভেট গাড়িতে একজন চালক ও একজন যাত্রী নিয়ে পাশের দোকানের সামনে আসে। গাড়ি থেকে একজন স্মার্ট যুবক নেমে এসে একটি টেপ (কাটুর্ন মোড়কীকরণের কাজে ব্যবহৃত) বিক্রির করার অনুরোধ জানান।
এসময় তিনি আরবী ভাষায় কথা বলছিলেন। যুবকের অনুরোধে তিনশত টাকায় টেপ বিক্রি করতে রাজি হলে ৫’শ টাকার একটি নোট দেন। নোটটি হাতে নেওয়ার পর নিজের বুদ্ধি হারিয়ে ফেলি। একপর্যায়ে লাল রঙের হাজার টাকার নোট দোকানে আছে কি-না তা জানতে চান যুবক। এসময় আমার সাথে ড্রয়ারে খুঁজতে থাকেন ঐ যুবক। এরপর গাড়িটি বাঘারপাড়া বাজারের দিকে কিছুদুর যেয়ে ফিরে এসে যশোরের দিকে চলে যায়। তখন ড্রয়ার থেকে ৪০ হাজার টাকার বান্ডিলটি আর পায়নি। তিনি আরও বলেন, আমার সামনেই সবকিছু ঘটলেও কিছু বলতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ পরেই হুঁশ ফিরে পেলে দেখি টাকা খোয়া গেছে। একই দিনে একই কৌশলে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের ঘোষ নগর বাজারে কসমেটিক ব্যাবসায়ী আব্দুল কুদ্দুসের সাথে।
তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার পর একটি সাদা রঙের প্রাইভেট কারে স্মার্ট যুবক দোকানে এসে এক হাজার টাকার নোট ভাঙ্গিয়ে ৫ শত টাকার লাল নোট চায়। এসময় ওই যুবক আরবি ভাষায় বিভিন্ন কথা বলতে থাকে। আমি টাকা হাতে ধরলেই মতিভ্রম ঘটে তখন আমি টাকার বান্ডিল তার হাতে তুলে দেই। কিছুক্ষণ পরে হুস ফিরলে দেখি আমার ১৫ হাজার টাকার বান্ডিল নেই। এঘটনা বাজারের অন্যান্য ব্যাবসায়ীদের অবহিত করি। ততক্ষণে সে প্রাভেটকার নিয়ে চম্পট দেয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.