সাঈদ ইবনে হানিফ : যশোরের অভয়নগরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি এর আয়োজনে ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত সুন্দরবন থিয়েটার কর্তৃক পরিবেশিত আহবান কর্তৃক তিনটি স্থানে পথনাটক অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার চেঙ্গুটিয়া বাজারে সকালে পথ নাটক শুরু হয়। এ সময় অভয়নগর পিএফজি এর সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল লতিফ, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ফাইসাল রশিদ, এম্বাসিডার শহীদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক সুভাষ কুমার বিশ্বাস, পি এফ জি সদস্য প্রহ্লাদ সাহা, পিএফজি সদস্য শিক্ষক ও সাংবাদিক গাজী আবুল হোসেন, হাঙ্গার প্রজেক্ট এর মানিক আহমেদ রাজ এবং নাসরিন সুলতানা, ১ নং পৌর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি অবেদ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দ কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। দুপুরে সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রাম মডেল হাই স্কুলে একইভাবে পথনাটক অনুষ্ঠিত হয়।
এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সত্যজিৎ সরকার, পি এফ জি সদস্য এস এম নজরুল ইসলাম, হাঙ্গার প্রজেক্ট এর মানিক আহমেদ রাজ, উপজেলা পিএফজি সদস্য গাজী আবুল হোসেন, প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, এলাকাবাসী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। বিকালবেলা অভয়নগরের পায়রা হাট বাজারে পথ নাটক আহবান পরিবেশন করেন সুন্দরবন থিয়েটার। এ সময় কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথি বৃন্দ। উপস্থিত ছিলেন অভয়নগর পিএফজি এর সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল লতিফ, পায়রা হাট ইউনাইটেড কলেজের অধ্যক্ষ সেলিম ইকবাল, সহকারী অধ্যাপক পিএফজি সদস্য হাবিবুর রহমান, হাঙ্গার প্রজেক্ট এর মানিক আহমেদ রাজ, উপজেলা পিএফজি সদস্য শিক্ষক ও সাংবাদিক গাজী আবুল হোসেনসহ পায়রা বাজারের ব্যবসায়ীবৃন্দ ও এলাকাবাসী। নাট্য পরিবেশিত অঞ্চলের উপস্থিত এলাকাবাসীরা জানান এমন সচেতনতামূলক এবং জনকল্যাণমূলক নাটক মানব কল্যাণে কাজে লাগবে। নাগরিকদের দায়িত্ব ও অধিকার সম্পর্কে মানুষ সচেতন হবে। তারা অভয়নগর পিএমজির নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.