নিজস্ব প্রতিবেদক : সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার হয়েছেন।
সোমবার রাতে রাজধানীর উত্তরা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) তাকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালকের লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপরে হামলার অভিযোগে গত ৯ অক্টোবর সিলেটের কোতয়ালি থানায় ইয়াহিয়া চৌধুরীসহ ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন সিলেট নগরীর কুমারপাড়ার বাসিন্দা সাবুর আলী সাবু।
ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানের কাছে তিনি পরাজিত হন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.