নিজস্ব প্রতিবেদকঃ : যশোরের ঝিকরগাছায় পিয়াল হাসান (৩০) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকাল ৪ টার দিকে ঝিকরগাছা পৌরসভার মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, পিয়াল হাসান বিকালে ঝিকরগাছা রেলস্টেশনে অবস্থান করছিলো। এসময় দুর্বৃত্তরা প্রথমে তাকে লক্ষ করে বোমা বিস্ফোরন ঘটায়। পরে পিয়াল সেখান থেকে দৌঁড়ে পালিয়ে ঝিকরগাছা গার্লস স্কুলের বারান্দায় আসলে দূর্বত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ফেলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। পুলিশ জানিয়েছে হত্যাকান্ডের কারন জানতে ও হত্যাকারিদের ধরতে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.