কক্সবাজার প্রতিবেদক : কক্সবাজারে একটি আবাসিক হোটেলে “গোপন বৈঠক” করার সময় আওয়ামীপন্থী ১৯ জন ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ অক্টোবর) রাতে কক্সবাজারের কলাতলীর একটি আবাসিক হোটেলে বৈঠক চলাকালীন সময়ে তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্র বলছে, কক্সবাজার জেলার ৯টি উপজেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন “মেম্বার অ্যাসোসিয়েশনে”র আলোচনা সভায় অংশ নিয়েছিলেন ওই ইউপি সদস্যরা। এক পর্যায়ে পুলিশ এসে সভাটি পণ্ড করে দেয়। ঘণ্টাব্যাপী পুলিশ হল রুম ঘেরাও করে রাখে।
গ্রেপ্তারকৃতদের প্রিজন ভ্যানে তোলার সময় টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জহির আহমেদ বলেন, “জেলার ইউপি সদস্যদের নিয়ে গঠিত সংগঠন মেম্বার অ্যাসোসিয়েশনর আলোচনা সভায় প্রায় ৭০ জন ইউপি সদস্য উপস্থিত ছিলাম। সভায় দেশের ক্রান্তিকালে কীভাবে কাজ করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছিল। হঠাৎ অতর্কিতভাবে পুলিশ ও সমন্বয়ক দাবি করা কিছু ছেলে ঢুকে আমাদের বৈঠক পণ্ড করে দেন। আমাদের এ অনুষ্ঠান যদি গোপন বৈঠক হতো তাহলে প্রধান সড়কের পাশে হোটেলে এতবড় অনুষ্ঠান হতো না। আমাদের অহেতুক হয়রানি করা হচ্ছে।”
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, “আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদে অভিযানে যায় পুলিশ। বৈঠকে ৭০ জন ইউপি সদস্য উপস্থিত থাকলেও গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের ছেড়ে দেওয়া হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.