নিজস্ব প্রতিবেদকঃ যশোর জেলা প্রশাসকের নির্দেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রচেষ্টায় দীর্ঘদিন পর বেনাপোল পৌর বাস টার্মিনাল পূর্ণাঙ্গ রূপে চালু হলো।
বৃহস্পতিবার সকাল ১০টায় চালু হয়েছে বাস টার্মিনালটি। টার্মিনাল চালু হওয়ায় স্বস্তি ফিরেছে বেনাপোলবাসীর মাঝে।
বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এবং আন্তর্জাতিক চেকপোস্ট। আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াত করে থাকে। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নিয়ে সরাসরি বেনাপোল চেকপোস্ট চলে যেত। এই যাত্রীবাহী দূরপাল্লার বাসগুলো চেকপোস্টের রাস্তার দু' ধারে তিন থেকে চার লাইনে যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী উঠা- নামা করতো। এসব যাত্রীবাহী বাসগুলো রাস্তা থেকে যাত্রী উঠা-নামা করানোর কারণে যানজটের কবলে পড়তো এলাকাবাসী। যানজট নিরসনের লক্ষে সরকার ১৭ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করলেও বাসগুলো সেখান থেকে ছাড়তো না। তবে পৌরসভা গত দুই বছর ধরে পৌর টোল আদায় করে আসছিল। যানজট নিরসনের লক্ষে গত ৫ অক্টোবর জেলা প্রশাসকের সাথে বেনাপোলের সুধীমহলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত হয় এখন থেকে যাত্রী বাস বেনাপোল বাস টার্মিনালে যাত্রী নামাবে এবং উঠাবে। কোন যাত্রীবাহী বাস বেনাপোল বাজার বা চেকপোস্টে যেতে পারবে না। সে সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল থেকে সকল যাত্রীবাহী বাস টার্মিনাল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
সে নির্দেশনা অনুযায়ী শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড সকাল থেকে কাজ করছেন। যানজট নিরসনের লক্ষ্যে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বেনাপোলের সাধারণ জনগণ। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট হওয়ায় ১ থেকে দেড়শ যাত্রীবাহী দূরপাল্লার বাস দেশের বিভিন্ন এলাকা থেকে বেনাপোলে আসে।
বেনাপোলের বিভিন্ন স্তরের সাধারণ মানুষের সাথে কথা বললে তারা জানান, বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট। এই চেকপোস্ট দিয়ে প্রতিদিন ৭ থেকে ৮ হাজার যাত্রী চলাচল করে। এসব যাত্রীগুলো বিভিন্ন এলাকা থেকে আসে এবং এসব বহনকারী গাড়িগুলো বেনাপোল বাজার থেকে চেকপোস্ট পর্যন্ত রাস্তার বিভিন্ন এলাকায় যত্রতত্র রেখে যানজটের সৃষ্টি করে। এই যানজট মুক্ত হওয়ার জন্য সরকার টার্মিনাল নির্মাণ করলেও বিভিন্ন পরিবহন ব্যবসায়ীরা চক্রান্ত করে চেকপোস্টের মুখ থেকে গাড়ি ছাড়ে এবং যানজটের সৃষ্টি করে।
বৃহস্পতিবার বেনাপোল পৌর বাস টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু হওয়ায় যশোর জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ এলাকাবাসী।
এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজীব হাসান জানান, বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসনে গঠিত কমিটির সিদ্ধান্ত ও শার্শা উপজেলার অক্টোবর মাসের আইন-শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক বেনাপোল পৌর এলাকায় যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত বাস ও মিনিবাস সমূহকে বাধ্যতামূলকভাবে বেনাপোল পৌর বাস টার্মিনাল ব্যবহার করতে হবে। বেনাপোল বাস টার্মিনাল অতিক্রম করে কোনো বাস বেনাপোল পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না (আন্তঃদেশীয় ৩টি বাস ব্যতীত)। এই আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়টা সকলে আন্তরিকতার সাথে দেখলে আর বাসগুলো বাস টার্মিনাল থেকে যাত্রীদের ওঠানামার ব্যবস্থা করলে বেনাপোলে থেকে যানজট কিছুটা কমবে বলে মনে করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.