বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ডেমা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সজীব তরফদারকে (৩৮) প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত সজীব সদর উপজেলার ডেমা ইউনিয়নের সাবেক বিএনপি’র সভাপতি সিদ্দিক তরফদারের ছেলে ও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে তার সঙ্গে থাকা কামাল হোসেন নামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মঙ্গলবার দুপুরে কামাল হেসেনকে নিয়ে বাগেরহাট শহর থেকে ডেমায় নিজ বাড়িতে যাওয়ার পথে দশানী-রামপাল সড়কের মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের কাছে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন ও শটগানের দু’টি ব্যবহৃত গুলি উদ্ধার করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে নিজ গ্রামে ফিরছিলেন তিনি। পরে পথিমধ্যে দুপুরে মির্জাপুর স্কুলের কাছে মসজিদের সামনে এলে সন্ত্রাসীরা প্রথমে বাইসাইকেল দিয়ে গতিরোধ করে দু’টি গুলি করে এরপরে রামদা দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন কামাল। তারা আরও জানান, এটি পরিকল্পিত হত্যা, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গডফাদারসহ ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।
জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম এ সালাম জানান, এ ঘটনার তীব্র নিন্দার পাশাপাশি দ্রুত ঘাতক আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করছি শটগান দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.