নিজস্ব প্রতিবেদকঃ যশোরের বিশিষ্ট ব্যবসায়ী এবং জেলার প্রথম অভিজাত শপিং কমপ্লেক্স জেস টাওয়ার এর মালিক মতিয়ার রহমান বাবু (৬৭) আর নেই মঙ্গলবার ভোর ৪টায় ঢাকায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুর সময় তিনি ছিলেন হাস্যোজ্জ্বল ও খুবই পরিচিত মুখ, যাকে সাধারণত "মতিয়ার বাবু" নামে জানত সবাই।
তার বাল্যবন্ধু এবং পরিবারের ঘনিষ্ঠজন ইঞ্জিনিয়ার শহিদুল হক বাদল জানিয়েছেন, এদিন বিকেল নাগাদ তার মরদেহ যশোরে আনা হবে। এর আগে দুপুর ১২টায় ঢাকার গুলশান আজাদ মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে, বাদ এশা যশোর ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
মতিয়ার বাবুর পিতা খবিরউর রহমান ছিলেন যশোরের জেলা নাজির। পরিবারে পাঁচ ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তার দুই মেয়ে ও এক ছেলে অস্ট্রেলিয়ায় বাস করেন। বড় মেয়ে মাইশা কবির চিকিৎসক, ছোট মেয়ে ও ছেলে উভয়ই অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়ে কাজ করেন।
তিনি এমকে গ্রুপ, পিপল লিজিং এবং জেস টাওয়ার এর চেয়ারম্যান ছিলেন। আবাসন ব্যবসার পাশাপাশি তিনি আমদানি-রপ্তানি ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। মতিয়ার বাবু মুক্তিযুদ্ধকালীন সময়ে যশোরের খাজুরায় নিরাপদ আশ্রয়ে ছিলেন এবং সেই অভিজ্ঞতা থেকে তিনি খবিরউর রহমান ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়া, তিনি শংকরপুর মুরগীফার্ম গেটের আলহাজ্ব মতিউর রহমান মাদ্রাসা এবং যশোর বালিকা বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য অর্থায়ন করেছিলেন। বহু মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি।
মতিয়ার রহমান বাবুর অবদান ও স্মৃতি চিরকাল থাকবে যশোরবাসীর মনে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.