এসএম স্বপনঃ নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রনে যশোরের বেনাপোল স্থল বন্দরে আমদানী-রপ্তানীকারক ব্যবসায়ী সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
মঙ্গলবার (০৫ নভেম্বের) দুপুরে উপজেলা প্রশাসন, শার্শা ও বেনাপোল পৌরসভা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত বানিজ্য সংগঠনের নেতারা দ্রব মুল্যের বাজার নিয়ন্ত্রনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে নানান দিক তুলে ধরেন।
সভায় যশোর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, বেনাপোল স্থলবন্দরের পরিচালক মামুন কবীর তরফদার, শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, বেনাপোল সিঅ্যন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোস্তাফিজ্জোহা সেলিম, বেনাপোল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু তালেব, চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক, পোর্ট থানার ওসি রাসেল মিয়াসহ বন্দর, কাস্টমস ও বিভিন্ন বাণিজ্যক ও রাজনৈতিক সংগঠনের কর্মকর্তারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.