স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবা'র আয়োজনে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে শনিবার (২ নভেম্বর) সম্পুর্ণ বিনামূল্যে ৫০০ জন মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু করে বেলা ৩টা পর্যন্ত চলমান এই ক্যাম্পের উদ্বোধন করেন সেবা সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু। ক্যাম্প আয়োজনে সহযোগিতা করেন বর্ণিল সমাজকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মালয়েশিয়া প্রবাসী মেহেদী হাসান দিপু।
সকাল ১০ টায় ক্যাম্পের কার্যক্রম শুরুর কথা থাকলেও সকাল ৯টা বাজার আগেই অসংখ্য মানুষ ক্যাম্পে ভিড় করতে থাকেন। আর একারণে সকাল ৯টা থেকেই ক্যাম্পের কাজ শুরু করা হয়। অনেক দুর থেকেও মানুষ রক্ত পরীক্ষা করতে আসেন। অনেকে তাদের ছোট বাচ্চা নিয়ে আসেন রক্তের গ্রুপ জানতে। ৭৮ বছর বয়সী জলিল বিশ্বাস এসেছিলেন রক্তের গ্রুপ জানতে। তিনি বলেন, গতকাল মাইকিং শুনে আজ রক্তের গ্রুপ জানতে এখানে এসেছি। প্রতিটি এলাকায় এরকম ক্যাম্প করা দরকার বলে তিনি জানান।
সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবু বলেন, ২০১৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই সেবা সংগঠন আর্ত মানবতার সেবায় কাজ করে চলেছে। এর আগেও আমরা এধরণের ক্যাম্পের আয়োজন করেছি। মুলত গ্রুপ জানার ব্যাপারে মানুষকে সচেতন করা এবং নতুন রক্তদাতা তৈরি করার উদ্দেশ্যেই আমরা এই ক্যাম্পের আয়োজন করে থকি। সেবা সংগঠনের পক্ষ থেকে এপর্যন্ত প্রায় ৫ হাজার রুগীকে রক্ত দেওয়া হয়েছে বলে তিনি জানান।
ক্যাম্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন জাফর ইকবাল, সাব্বির শোভন, মাসুম, প্রিন্স কবীর, আশিক, আশরাফুল, বিশ্বজিৎ, নাছিম, ইমরান খান, রোমান, আঁখি, নিশান, হীরা, হাসান, বর্ষণ, ইমরান হোসেন ইমন, শাহারিয়ার ইমন সহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.