মোঃ নজরুল ইসলাম, রাজবাড়ি থেকে : রাজবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে তারেক শেখ (২৮) নামে এক যুবককে গ্রফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও২ রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত তারেক রাজবাড়ী পৌরশহরের ভবানীপুর এলাকার খোকন শেখের ছেলে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৫ টার সময় রাজবাড়ী শহরের গার্লস স্কুল রোডের ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে রাজবাড়ী শহরে গার্লস স্কুল রোডের ভাড়া বাসায় অভিযান চালিয়ে তারেককে একটি রিভালবার ও ২ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.