আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ার হাসান ইমাম (৩৮) ও তার সহযোগী হিসাবে তাবাচ্ছুম @ ইমা (১৯) এর নামে ঝিকরগাছা থানায় জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী। ১নং আসামি হাসান ইমাম ঝিকরগাছা পৌরসভায় সার্ভেয়ার হিসাবে কর্মরত আছেন এবং ২নং আসামি তাবাচ্ছুম @ ইমা ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের নোয়ালী গ্রামের বিল্লাল হোসেন এর মেয়ে। এই মামলায় পুলিশ হাসান ইমামকে রাতেই গ্রেফতার করেছে।
মামলার এজাহারে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, ১নং আসামি তার দেবরের জামাই এবং ২নং আসামি তার ভাইঝি। ২নং আসামী গত মঙ্গলবার (২৯ অক্টোবর) ভুক্তভোগী নারীকে তার দুলাভাই (বোনের জামাই) অর্থাৎ ১নং আসামির মাধ্যমে আর্সেনিক মুক্ত টিউবওয়েল দ্রুত ভিত্তিতে পাওয়া যাবে বলে জানায়। এজন্য তারা টাকা ও প্রয়োজনীয় কাগজ জমা দিতে পরেরদিন বুধবার (৩০ অক্টোবর) সকালে ঝিকরগাছা বাসস্ট্যান্ডে আসে। এসময় ২নং আসামি ফোন করলে ১ নং আসামি অফিসে গেলে লোক জানাজানি হবে এই অজুহাতে পাশেই তার ভাড়া বাসায় যেতে বলে। একথা শুনে ভুক্তভোগী নারী এবং ২নং আসামি কৃষ্ণনগর ওয়াপদা রোডস্থ ১নং আসামির ৩য় তলা ভাড়া বাসায় যায়। সেখানে যাওয়ার ৫ মিনিট পরে ২নং আসামি ছবি তোলার কথা বলে কৌশলে ভুক্তভোগী নারীকে একা রেখে সেই বাসা থেকে বের হয়ে আসে। ২নং আসামি বের হয়ে যাওয়ার পর ১নং আসামি ঐ নারীকে কুরুচিপূর্ণ কথা বলে এবং স্পর্শকাতর স্থানে হাত দেয়। সেই সময় ২নং আসামিকে বারবার ফোন দিলেও সে মোবাইল রিসিভ করে নাই। ১নং আসামির উদ্দেশ্য বুঝতে পেরে দরজা খুলে বাইরে আসার চেষ্টা করলে ১নং আসামি ঐ নারীকে পেছন থেকে জাপটে ধরে শয়নকক্ষের খাটের ওপর জোর করে শুইয়ে ধর্ষণের চেষ্টা করে। এমন সময় ১নং আসামির ফোনে একটা ফোন আসলে ১হাত দিয়ে ফোন ধরতে গেলে ঐ সুযোগে এই নারী ১নং আসামিকে ধাক্কা দিয়ে দরজা খুলে আসামির ঘর থেকে বাইরে চলে আসে এবং ফোনে তার মালয়েশিয়া প্রবাসী স্বামীকে ঘটনার কথা জানান। পরবর্তীতে স্বামীর পরামর্শে ঝিকরগাছা থানায় গিয়ে মামলা দায়ের করলে বুধবার (৩০ অক্টোবর) রাতেই পুলিশ ১নং আসামি ঝিকরগাছা পৌরসভার সার্ভেয়ার হাসান ইমামকে গ্রেফতার করে তাদের হেফাজতে নেয়।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, জোরপূর্বক ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে। আমার ফোর্স রাতেই অভিযান পরিচালনা করে ১নং আসামিকে গ্রেফতার করেছে। তাকে আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) আদালতে হাজির করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.