চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট ছোট জামবাড়ীয়ায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে প্রাণ হারালেন আপন দুই ভাই। বুধবার রাত ৯টার দিকে উপজেলার কলমুগড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার ফতেপুর দুর্গাপুরের গ্রামের হাবিবুর রহমান হবুর দুই ছেলে ইয়াকুব (২২) ও জাহাঙ্গীর (২৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান।
তিনি জানান, উপজেলার জামবাড়ীয়া ইউনিয়নের কলমুগড়া নামক স্থানে পাকা রাস্তার উপর ডাকাতি করে পালানোর সময় রাত অনুমানিক ৯টার দিকে এলাকাবাসী দুই ভাই জাহাঙ্গীর ও ইয়াকুবকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়।’
ওসি আরও জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.