গ্রামের সংবাদ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলাদেশ সীমান্তের কাছে একটি যাত্রী ছাউনি উদ্বোধন করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মৈত্রী দ্বার’ নামে নতুন এই যাত্রী ছাউনির উদ্বোধন করেন। আজ শনিবার এই ছাউনির উদ্বোধন করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ভারত সরকারের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্থলবন্দর পেট্রাপোলে এই যাত্রী ছাউনির উদ্বোধন করা হয়। এটি ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের সবচেয়ে বড় বন্দর।
পেট্রাপোল (ভারত)—বেনাপোল (বাংলাদেশ) স্থলবন্দর ভারত-বাংলাদেশের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থল সীমান্ত বন্দর। যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও জনমানুষের গমনাগমনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত-বাংলাদেশের স্থল বাণিজ্যের প্রায় ৭০ শতাংশই এই স্থলবন্দর দিয়ে সম্পন্ন হয়।
পেট্রাপোল-বেনাপোল বন্দর হয়ে প্রতি বছর সাড়ে ২৩ লাখ মানুষ ভারত-বাংলাদেশে যাতায়াত করে। নতুন যাত্রী ছাউনিটি ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে বলে জানানো হয়েছে বিবৃতিতে। এতে আরও বলা হয়, দৃঢ় নির্মাণ এবং উন্নত প্রযুক্তিগত ব্যবস্থার ব্যবহার করায় এই ছাউনিটি ব্যবহারকারীদের নিরাপত্তা, কার্যকারিতা এবং স্বাচ্ছন্দ্যের বিষয়টি নিশ্চিত করবে।
এই যাত্রী ছাউনিটিতে আধুনিক সকল সুযোগ-সুবিধা যেমন, ভিআইপি লাউঞ্জ, শুল্কমুক্ত দোকান, প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা, শিশুর খাবার খাওয়ানোর কামরা, খাবার ও পানীয়ের দোকান ইত্যাদি আছে। প্রায় ৫০ হাজার বর্গমিটার এলাকার ওপর নির্মিত এই ছাউনির ধারণক্ষমতা ২০ হাজার এবং এই টার্মিনালেই অভিবাসন, শুল্ক এবং নিরাপত্তা পরিষেবাগুলো নিশ্চিত করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.