নিজস্ব প্রতিবেদকঃ জামায়াতে ইসলামীসহ ১১ দলের যে নির্বাচনি ঐক্য হয়েছে তা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি ২৬৮টি আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে।
শুক্রবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই ঘোষণা দেন।
গাজী আতাউর রহমান জানান, তাদের প্রার্থীরা ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে দুটি আসনে প্রার্থিতা বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী এখনো কাজ করছেন। তাদের নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তাদের একজনও প্রার্থিতা প্রত্যাহার না করেন।
তিনি বলেন, শুধুমাত্র কাঙ্খিত আসন না পাওয়ার বিষয়টি নয়, যে উদ্দেশ্যে জোট গঠিত হয়েছিল সেখান থেকে জোটের বড় দল জামায়াতে ইসলামী সরে আসার কারণে আমরা তাদের সঙ্গে আসন সমঝোতায় থাকছি না।
গাজী আতাউর রহমান বলেন, আমাদের উদ্দেশ্য ছিল দেশে সুশাসন ও ইসলামী ব্যবস্থা কায়েমে ইসলামী দলগুলো ভোট একটি বাক্সে যাবে। ইসলামী দলগুলোর ‘এক বাক্স’ ভোটের নীতি প্রথম আমরা ঘোষণা করেছিলাম। যাতে পরে জামায়াত ইসলামী যুক্ত হয়।
ইসলামী আন্দোলনের মুখপাত্র জামায়াতকে ইঙ্গিত করে বলেন, দলটি শেষ সময়ে এসে নতুন তিনটি দল যুক্ত করাসহ অনেক সিদ্ধান্ত কাউকে না জানিয়ে নিয়েছে। অনেক ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশকে কিছু কিছু বিষয় না জানানোর প্রবণতা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে ইনসাফ বাদ দিয়ে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতিকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।
তিনি বলেন, সার্বিক প্রস্তুতি বিবেচনায় এনে দলের সর্বস্তরের নেতা কর্মীদের পরামর্শ নিয়ে শেষ পর্যন্ত ১১ দলের নির্বাচনি আসন সমঝোতা থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন। আমরা একক নির্বাচন করব। ২৭০ আসনে আমাদের প্রার্থীরা মনোনয়ন কিনলেও দুজনের বাতিল হয়েছে। এখন ২৬৮ আসনে আমাদের প্রার্থীরা এককভাবে ভোট করবেন।
সংবাদ সম্মেলনে দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এদিকে, বৃহস্পতিবার রাতে ১১ দলের পক্ষে সংবাদ সম্মেলন ডেকে চূড়ান্ত আসন সমঝোতা ঘোষণা করা হয়। সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেউ উপস্থিত ছিলেন না। তারপরও দলটির জন্য ৪৭টি আসন ফাঁকা রাখা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.