নিজস্ব প্রতিবেদক: যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোরের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে প্রতারণার শিকার ভুক্তভোগীদের উদ্ধারকৃত নগদ অর্থ ও হারানো মোবাইল হস্তান্তর করা হয়েছে। জনগণের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই দুটি ইউনিট।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) বেলা ১২টা ৩০ মিনিটে যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে (ডিসেম্বর-২০২৫) মাসে উদ্ধারকৃত মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, সাধারণ ডায়েরিভুক্ত মোট ৫৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ও বিভিন্ন প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত মোট ১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের নিকট হস্তান্তর করা হয়। একইসঙ্গে ৬টি ইমো আইডি ও ১৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন থানায় নিখোঁজ ব্যক্তি ও ভিকটিম উদ্ধারে থানা পুলিশকে সহায়তা করে ৬ জন ভিকটিম উদ্ধার করা হয়। পাশাপাশি একাধিক থানার ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)। এ সময় তিনি দিকনির্দেশনামূলক বক্তব্যে বলেন, মোবাইল ফোন ও অন্যান্য ডিজিটাল ডিভাইস ব্যবহারে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকতে হবে, যাতে প্রতারণার শিকার না হতে হয়।
অনুষ্ঠানে এ্যাডিশনাল এসপি (ক্রাইম এন্ড অপস) আবুল বাশার, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোরের কর্মকর্তাসহ ভুক্তভোগীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.