নিজস্ব প্রতিবেদক: যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর নিরলস প্রচেষ্টায় ২০২৫ সালে সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চোরাচালান বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এসব অভিযানে ১০৫ জন আসামীকে আটক করার পাশাপাশি প্রায় ৮২ কোটি ৪৫ লাখ ৬৪ হাজার টাকারও বেশি মূল্যের চোরাচালান মালামাল জব্দ করা হয়েছে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ২৩.২৫৯৪ কেজি স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রৌপ্য, দুটি পিস্তল, ১০০ রাউন্ড গুলি, ৪০ হাজার মার্কিন ডলার ও ১ লাখ ১০ হাজার সৌদি রিয়াল। এসব অভিযানে সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের তৎপরতায় বড় ধরনের ধাক্কা দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
একই সঙ্গে সরকারের মাদকবিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে যশোর ব্যাটালিয়ন ২০২৫ সালে একাধিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এতে ৬০ জন আসামীসহ প্রায় ৩ কোটি ২৭ লাখ ৩৭ হাজার টাকার মাদকদ্রব্য জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ২ হাজার ৬৭৪ বোতল মদ, ৫০০ গ্রাম হেরোইন, ৪ হাজার ২৭ পিস ইয়াবা, ১ হাজার ২৬০ বোতল ফেন্সিডিল, ৩৫৯ কেজি গাঁজা ও ৬৬ হাজারের বেশি বিভিন্ন প্রকার মেডিসিন।
উল্লেখ্য, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে যশোর রিজিয়নের দায়িত্বাধীন এলাকা কুষ্টিয়া থেকে সাতক্ষীরার সুন্দরবন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার বিস্তৃত। এই বিশাল সীমান্ত এলাকায় বিজিবি যশোর রিজিয়নের কুষ্টিয়া ও খুলনা সেক্টরের অধীনে ৭টি ব্যাটালিয়ন চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে দায়িত্ব পালন করছে।
বিজিবি যশোর রিজিয়নের সার্বিক অভিযানে ২০২৫ সালে সীমান্ত এলাকায় ৩৮০ জন আসামীসহ প্রায় ৩৭৭ কোটি ৪৬ লাখ ৭৫ হাজার টাকারও বেশি মূল্যের চোরাচালান মালামাল আটক করা সম্ভব হয়েছে। এর মধ্যে ৫৮.৪৯৩৪৮ কেজি স্বর্ণ, ১২৪.১২ কেজি রৌপ্য, ২৭টি অস্ত্র ও ১৫২ রাউন্ড গুলি উল্লেখযোগ্য।
এছাড়াও রিজিয়নজুড়ে পরিচালিত মাদকবিরোধী অভিযানে ২৮ হাজার ৩৯৩ বোতল মদ, ৩৭.৫৩৯৩ গ্রাম হেরোইন, ২ লাখ ৬৫ হাজার ৩৭৩ পিস ইয়াবা, ৪৯ হাজার ৮৮ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৬৭৭.৪৬৪ কেজি গাঁজা এবং ২ লাখ ৬৮ হাজারের বেশি বিভিন্ন প্রকার মেডিসিন জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ , ই-মেইল: ই-মেইল নং : gsongbad440@gmail.com , মোবাইল-০১৭১১-৩৫৯৬৩১
Copyright © 2026 gramersongbad.com. All rights reserved.