সারাবিশ্ব ডেস্ক : ইরান যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে ইসরায়েলের বিরুদ্ধে। একইসঙ্গে এ যুদ্ধ এড়িয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে তেহরান। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনের বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।
গত ১ অক্টোবর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখন সেই হামলার পাল্টা প্রতিক্রিয়া জানাতে মরিয়া তেল আবিব। তাই ইসলামিক প্রজাতন্ত্র ইরান ইসরায়েলের হামলার অপেক্ষায় আছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে ইরান। তবে একইসঙ্গে এ যুদ্ধে এড়াতে চেষ্টাও করে যাচ্ছে দেশটি।
ইরানি চার কর্মকর্তাদের বরাতে ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ী দেশটির সশস্ত্র বাহিনীকে ইসরায়েলি হামলার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তারা সতর্ক করেছেন, ইরানে যদি ভয়াবহ হামলা হয় তাহলে এর পাল্টা প্রতিশোধ নেয়া হবে। তবে ইসরায়েল যদি সামরিক স্থাপনা এবং অস্ত্রাগারে সীমিত পরিসরে হামলা চালায় তাহলে হয়তো সর্বোচ্চ নেতা পাল্টা হামলার নির্দেশ নাও দিতে পারেন।
ওই চার কর্মকর্তাদের মধ্যে ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের দুজন সদস্য বলেন, ইসরায়েল যদি ইরানের তেল স্থাপনা, পারমাণবিক স্থাপনা কিংবা সিনিয়র নেতাদের লক্ষ্য করে হামলা করে তাহলে ইরান ১ হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে এর জবাব দেবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.